রাশিফল | তারিখঃ জুলাই ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 680 বার
আজ সোমবার, ১৬ জুলাই ২০১৮ খ্রিষ্টাব্দ,১ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ এবং ১ জিলকদ ১৪৩৯ হিজরি। আজ সূর্যোদয় ৫টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ২ ও ৭। শুভ বার: সোম। শুভ রত্ন: মুক্তা ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পড়াশোনার প্রতি অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অসুস্থ মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করুন। মন ভালো থাকতে পারে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সংগীতশিল্পীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। আপনজন কারো সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে হঠাত্ যোগাযোগ হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। সকলের প্রতি সদাচরণ করুন। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পুরনো কোনো জটিল রোগের পুনরাক্রমণ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আজ প্রাইজবন্ড বা লটারির টিকিট কিনলে সুফল পেতে পারেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে। প্রতিকূল সময়কে ধৈর্যের সঙ্গে অতিক্রম করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কারো শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। কোনো সিনিয়র সহকর্মীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন।
Leave a Reply