বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে মিত্র দেশগুলোর তালিকা করেছে রুশ সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকার রাশিয়া দূতাবাস।

রুশ দূতাবাস জানায়, ৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ এবং নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারদের একটি তালিকা অনুমোদন করেছে দেশটির সরকার। যেগুলো থেকে রাশিয়ান মুদ্রা বাজারের পাশাপাশি ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেয়া হবে।

তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাংলাদেশ, বাহরাইন, ব্রাজিল, ভেনিজুয়েলা, ভিয়েতনাম, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, চীন, কিউবা, মালয়েশিয়া, মরক্কো, মঙ্গোলিয়া, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সার্বিয়া, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।

গত ৭ সেপ্টেম্বর ঢাকা সফরে আসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। স্বাধীনতার পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই ছিল প্রথম বাংলাদেশ সফর।

একদিনের এ সফরে সের্গেই ল্যাভরভ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।