অবশেষে শিক্ষানবিশ আইনজীবী সমর চৌধুরী কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পর তাঁকে স্বজনরা ফুল দিয়ে বরণ করেন। এ সময় সমর চৌধুরী বোয়ালখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এবং উপ-পরিদর্শক আরিফ ও আতিকুল্লাহসহ কয়েকজনের বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, আটকের পর তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং ওই দিন সকালে থানা হাজতে তাঁকে লাথি মেরেছিলেন ওসি হিমাংশু।
সমর চৌধুরী অভিযোগ করে বলেন, ‘২৭ মে সন্ধ্যায় আমরা চারজন আদালত থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিলাম। এ সময় বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আরিফসহ অন্য কয়েকজন সাদাপোশাকধারী আমাকে ধরে জোরপূর্বক একটি গাড়িতে তোলেন। এর পর আমাকে মারধর করতে করতে থানা হাজতে নিয়ে যান। রাত ১২টার পর হাজত থেকে বের করে আমার হাতে হাতকড়া লাগিয়ে দেওয়া হয় এবং চোখ গামছা দিয়ে বেঁধে ফেলা হয়। এর পর গাড়িতে তোলে পুলিশ। কিছুক্ষণ পর আমাকে গাড়ি থেকে নামিয়ে গামছা খুলে দেওয়া হয়। তখন বুঝতে পারি আমাকে চরণদ্বীপ এলাকায় কর্ণফুলী নদীর তীরে নেওয়া হয়েছে। তখন এসআই আরিফ আমাকে বলেন, বাঁচতে চাইলে কর্ণফুলী পার হয়ে পালিয়ে যা। আমি রাজি হইনি। তখন আমাকে গুলি করার চেষ্টা করেন তিনি। আমি বলি, আমাকে সামনে থেকে গুলি কর। এরই মধ্যে আরিফের মোবাইল ফোনে একটি কল আসে। তখন কিছুটা দূরে গিয়ে এসআই আরিফ কথা বলেন। কার সঙ্গে কী কথা হয়েছে শুনতে পাইনি। পরে এসে বললেন, শালাকে মারা যাবে না। চলো নিয়ে যাই।’