দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেলেন পাঁচ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৩৯৬ জন। এ পর্যন্ত শনাক্ত হলেন তিন লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। একই সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৫৪৯ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ ৭৮ হাজার ৬২৭ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৫ জন, আর নারী আটজন। এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চার হাজার ১০৪ জন পুরুষ ও এক হাজার ২০১ জন নারী। শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক ৩৬ শতাংশ এবং নারী ২২ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সের ২৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে সাতজন এবং ৪১-৫০, ৩১-৪০ ও ২১-৩০ বছরের মধ্যে একজন করে তিনজন ছিলেন। গতকাল মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন ঢাকা বিভাগের, ছয়জন চট্টগ্রাম বিভাগের, তিনজন রাজশাহী বিভাগের এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন করে তিনজন রয়েছেন।