রাজনীতি | তারিখঃ আগস্ট ৪, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 880 বার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধে পটুয়াখালী-গলাচিপা সাব সেক্টরের ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান শওকত মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
সোমবার বিকাল পৌনে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুঃসাহসী এই মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন তিনি
জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসদ নেতা শওকত গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের করোনা ইউনিট-২-এ ভর্তি হন।
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশ নেন শওকত।
Leave a Reply