আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ও মুক্তিযোদ্ধা এ বি এম খুরশীদ (৮৩) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মৃত্যু হয় বলে তার বড় ছেলে রেহান দস্তগীর জানান।

তিনি জানান, তার বাবা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ভর্তি ছিলেন। অবস্থার অবনতি ঘটনায় তাকে বুধবার আইসিইউতে নেওয়া হয়েছিল।

পাকিস্তান আমলে ষাটের দশকে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মামলা করেছিল, তাতে আসামি হিসেবে তৎকালীন নৌবাহিনীর ক্যাপ্টেন খুরশীদও ছিলেন। পরে গণআন্দোলনের তোড়ে পাকিস্তান সরকারের সেই ষড়যন্ত্র ভেস্তে গিয়েছিল। পরে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ৯ নম্বর সেক্টরের একটি সাব সেক্টরের কমান্ডার ছিলেন।