বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলা দমদমিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া (৪৫) এবং আহত নাজিম উদ্দিন (৩৮) দমদমিয়া গ্রামের বাসিন্দা। মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নাজিম বাংলাদেশে ফেরত আসার পর পলাতক আছেন।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল জানান, বিকাল ৪টার দিকে পাহাড়তলী গ্রাম দিয়ে চার বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় খাসিয়া পল্লীর বাসিন্দারা দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। এতে একজন নিহত এবং আরেকজন আহত হন।

তিনি বলেন, টহলরত বিজিবি সদস্যরা জনগণকে অবৈধভাবে সীমান্ত পারাপার হয়ে ভারতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতা চাওয়া হচ্ছে। করোনাভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যেও সীমান্তে টহল ও নজরদারী অব্যাহত রয়েছে।

২০ জুন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে কাঠ চুরি করতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় খাসিয়া নাগরিকদের গুলিতে নিহত হন এক বাংলাদেশি। উৎস -আমাদের সময়