অপরাধ সংবাদ | তারিখঃ জুন ১৮, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 482 বার
গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন ৫ রোগী নিহতের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে একাধিক তদন্ত কমিটি। এ অবস্থায় হাসপাতালটির শীর্ষ চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ জুন) নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তারা হলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. হাসান মাহমুদ রাজা, ম্যানেজিং ডিরেক্টর মো. ফরিদুর রহমান খান, সিইও মোহাম্মদ ফাইজুর রহমান এবং চিফ ক্লিনিক্যাল গবর্নেন্সের ডিরেক্টর ডা. আবু সাঈদ এমএম রহমান।
ডিসি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের স্বার্থে ইউনাইটেডের চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
Leave a Reply