প্রবাস | তারিখঃ জুন ১০, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 1076 বার
মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে নতুন এমআরপি ও ই-পাসপোর্ট দেয়ার কার্যক্রম শিগগির চালু হচ্ছে না। করোনা সংক্রমণের ঝুঁকির কারণে গত ২৩ মার্চ থেকে নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণের সব কাজ বন্ধ করে দেয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এরপর থেকে আর কাউকে ই–পাসপোর্ট ও এমআরপি দেওয়া হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে সীমিত আকারে এমআরপি পাসপোর্টের নবায়ন ও ভিসার কাজ চলছে।
পাসপোর্ট অধিদপ্তরের সূত্রে জানা গেছে, নতুন পাসপোর্টের দরকার হলে তাঁকে করোনাকালের পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পরিস্থিতির মধ্যে আগে থেকে জমা থাকা দেশি-বিদেশি আবেদনের পাসপোর্ট মুদ্রণের কাজ হচ্ছে। তবে সেটাও সীমিত আকারে। লকডাউনের আগে নতুন পাসপোর্ট নেয়ার যে আবেদন পড়েছিল, সেগুলোর ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন আবেদনকারীর পক্ষে গেলে নতুন পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। এসব আবেদনের বই পর্যায়ক্রমে ছাপা হচ্ছে। ছাপা শেষ হলে সীমিত আকারে তা বিতরণ করা হবে। বর্তমান পরিস্থিতিতে সীমিত আকারে শুধু এমআরপি পাসপোর্টের নবায়ন (রি-ইস্যু) ও ভিসার কাজ চলছে।
Leave a Reply