জাতীয় স্বদেশ | তারিখঃ জুন ৯, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 1171 বার
পদ্মা সেতুর কাজে আগামী বুধবার ফেরি বন্ধ থাকায় যাত্রাবাড়ি-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্পরুটে চলাচলের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর পদ্মা সেতুর ৩১-তম স্প্যান স্থাপন করা হবে বলে ওইদিন ফেরি বন্ধ ঘোষণা করা হয়। এদিন সকাল এগারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সকল ধরনের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়া-ভাঙ্গা) চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে সেতু বিভাগ।
Leave a Reply