চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। বৃহস্পতিবার সকালে অভিযানে অস্ত্রের এক কারিগরসহ দুই জনকে আটক ও চারটি আগ্নেয়অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক দুজন হলেন মো. রোকন (৩৮) ও মো. আবদুল (৩২)। তাদের দুই জনেরই বাড়ি রাংগুনিয়া উপজেলায়। এদের মধ্যে রোকন প্রধান অস্ত্রের কারিগর বলে জানায় র‍্যাব।

র‍্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ের ওপর পলিথিন ও বাঁশ দিয়ে দোচালার নিচে অস্ত্র তৈরির কারখানার খবর পেয়ে র‍্যাব সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। সেখান থেকে চারটি দেশি ওয়ান শুটারগান, তিনটি তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরি করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করেছেন মাহমুদুল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।