অপরাধ সংবাদ | তারিখঃ জুন ২৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 500 বার
নারী নির্যাতন ধর্ষণ ও মামলায় রাজনগর থানার এএসআই আবু তাহের ভূঁইয়াকে জেলহাজতে পাঠিয়েছেন মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহের ভূঁইয়া জেলার কমলগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত থাকাকালীন কমলগঞ্জ পৌর এলাকার এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্কে গড়ে তোলেন। এ সময় আবু তাহেরের প্রমোশনের সময় হয়। পদোন্নতির পর বিয়ের পিড়িতে বসার প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু কনস্টেবল থেকে সহকারী উপপরিদশর্ক হয়ে আবু তাহের বিয়ের বিষয়ে গড়িমসি শুরু করেন। এরপর তিনি রাজনগর থানায় যোগদান করেন।
এদিকে পরকীয়া প্রেমের কারণে ওই নারীকে তার স্বামী তালাক দেন। অপর দিকে পুলিশ সদস্য তাকে বিয়ের ব্যাপারে কালক্ষেপণ করায় ওই নারী গত বছরের ৩১ জানুয়ারি মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৩৭৭/১৭) করেন। মামলায় এএসআই আবু তাহেরকে আসামি করেন তিনি। পরে আদালত ওই বছরের ৮ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই খবর পেয়ে এএসআই রাজনগর থানা থেকে এক মাসের ছুটি নিয়ে আর কর্মস্থলে যোগদান করেননি। দীর্ঘ সাড়ে ৬ মাস পলাতক থাকার পর মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত জামিন নামঞ্জুর করে আবু তাহেরকে জেলহাজাতে পাঠানোর আদেশ দেন।
এএসআই আবু তাহের নরসিংদীর শিবপুর উপজেলার চাইলতাকান্দি গ্রামের সাদেক ভূঁইয়ার ছেলে।
Leave a Reply