ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে পা হারানো মোবারক মিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। এ ঘটনায় দুই প্রধান আসামিসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে তিনি মারা যান বলে জানান চিকিৎসক। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমানের সঙ্গে থানাকান্দি গ্রামের কাউসার মোল্লার বিরোধ চলছিল।

এরই জেরে গত রোববার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। এদের মধ্যে রিকশা চালক মোবারক মিয়ার পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়।