বিনোদন | তারিখঃ মার্চ ৭, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 2744 বার
মডেল অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমান জনপ্রিয় । ইদানীং বাংলাদেশের চেয়ে কলকাতাতেই বেশি কাজ করতে দেখা যায় জয়াকে। তার ধারাবাহিকতায় জয়া কলকাতায় পুরস্কৃত হয়েছেন আগেও।এবার নারী দিবসের প্রাক্কালে ‘তুমি অনন্যা অ্যাওয়ার্ডস ২০২০’ সম্মাননা হাতে উঠল তার।
৬ মার্চ কলকাতার গায়েন মঞ্চে এ পুরস্কার তুলে দেওয়া হয় তাকে। পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ার মা রেহানা মাসউদও। বিয়োন্ড ড্রিমস আয়োজিত এ পুরস্কার পাওয়ার পর জয়া জানান, ‘এটি অবশ্যই আনন্দের বিষয়। খুবই ভালো লাগছে এমন একটা পুরস্কার পেয়ে।’
‘তুমি অনন্যা’ শীর্ষক এ পুরস্কার ১৫তম বারের মতো দেওয়া হলো। এর আগে বাংলাদেশ থেকে এ পুরস্কার পান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। এ ছাড়া এ পুরস্কার নিয়ে আয়োজনে আলো ছড়িয়েছেন ভারতীয় তারকা শাবানা আজমি, বিদুষী গিরিজা দেবী, অপর্ণা সেন, ঊষা উত্থুপ, মমতা শঙ্কর, সাবিত্রী চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও ডোনা গাঙ্গুলিসহ অনেক।
Leave a Reply