জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার কবি নজরুল সরকারি কলেজের পেছনে কলতাবাজার এলাকায় ওই লাঞ্ছনার ঘটনা ঘটে। ওই ছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।

মামলার এজহার এবং ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীদের থেকে জানা যায়, শুক্রবার সকালে কলতাবাজার থেকে ওই নারী শিক্ষার্থী নাটকের রিহার্সেল করার জন্য ক্যাম্পাসে যাচ্ছিলেন। যাওয়ার পথে কবি নজরুল সরকারি কলেজের পেছনে তিন রাস্তার মোড়ে দুজন মোটর সাইকেল আরোহী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। জনসমাগমের পূর্বেই বখাটেরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পলায়ন করে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, পরবর্তীতে সূত্রাপুর থানা পুলিশের তৎপরতায় ঘটনার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসি টিভি ফুটেজেও তাকে লাঞ্চিত করার স্পষ্ট প্রমাণ আছে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, আমাদের এক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনার সিসি টিভি ফুটেজটি আমরা সংগ্রহ করেছি। দ্রুতই দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছি।

এ ব্যাপারে জানতে চাইলে সুত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ আমরা পেয়েছি। এই ব্যাপারে ভুক্তোভোগী শিক্ষার্থী মামলা দায়ের করেছেন। সিসি টিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই দোষীদের গ্রেফতার করতে পারব বলে আশা করছি।

দ্রুত বিচার দাবি ছাত্র ইউনিয়নের
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতার শিক্ষার্থীদের অনিরাপদ করে তুলেছে অভিযোগ করে ছাত্রী লাঞ্ছনার ঘটনার জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।