কুষ্টিয়ায় জামায়াতের রুকন মাহবুবর রহমানসহ ২৬ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বেলা ২টার দিকে চৌড়হাঁস রাস্তাপাড়া এলাকা মাহবুবর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নাশকতার পরিকল্পনার জন্য শহরের চৌড়হাঁস রাস্তাপাড়া এলাকার একটি বাড়িতে বৈঠক করছে জামায়াতের নেতাকর্মীরা। এই তথ্যের ভিত্তিতে জামায়াতের রুকন মাহবুবর রহমানের বাড়ি থেকে জামায়াতের ২৬ নারী কর্মীসহ মাহবুবরকে আটক করা হয়। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে জিহাদী বই, জামায়াতে ইসলামীর ব্যক্তিগত পকেট বই, কালেকশন লিস্ট, ব্যাক্তিগত রিপোর্ট বই, ওয়ার্ড পরিকল্পনা বই, সিডি, মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৯৩০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবী আটককৃতরা সবাই জামায়াতে ইসলামের সক্রিয় নেতা-কর্মী এবং তারা নাশকতার পরিকল্পনা করছিল। এরা সবাই কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে বলে ওসি গোলাম মোস্তফা জানান।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (প্রশাসন ও অপরাধ) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃতরা সবাই জামায়াতের সক্রিয় নেতা-কর্মী এবং তারা নাশকতার পরিকল্পনা করছিল বলেও তিনি জানান