অপরাধ সংবাদ | তারিখঃ জুন ২৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 456 বার
সিরাজগঞ্জের তাড়াশে নানার বাড়িতে বেড়াতে এসে ৭ বছরের এক ছেলে শিশু বলাৎকারের শিকার হয়েছে। এ সময় স্থানীয়রা বলাৎকারকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করেছেন।
স্থানীরা জানান, বিনসাড়া গ্রাম থেকে দুই দিন আগে তাড়াশ পৌর সদরের নানা বাড়িতে বেড়াতে আসে শিশুটি। শনিবার সকাল ১০ টার দিকে ওই শিশুকে একা ওয়াবধা বাঁধ পাড়ার আশকান আলীর ছেলে নাজেম আলী বলাৎকার করতে থাকে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এসে বলাৎকারকারী নাজেমকে হাতে নাতে ধরে ফেলেন। পরে তারা রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং নাজেম আলীকে পুলিশে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার এসআই নিয়ামুল হক জানান, বলাৎকারের শিকার গুরুতর অসুস্থ ওই শিশুকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বলাৎকারকারী নাজেমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply