অপরাধ সংবাদ | তারিখঃ জুন ২৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 509 বার
![](https://swodesh.com/wp-content/uploads/2018/06/Mridhul_yaba-450x237.jpg)
মুন্সীগঞ্জ শহরের যোগনীঘাট থেকে ইয়াবা এবং দুই সহযোগীসহ জেলা তরুণ লীগের সভাপতি মৃধল দেওয়ানকে (৩৩)দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত সহযোগীরা হলেন, শহরের বাগমামুদালীপাড়ার মোফাজ্জল হোসেনের পুত্র মাকসুদ (২৮) ও মালপাড়ার মিজানুর রহমানের পুত্র ফয়সাল (২৭)। এই সময় পুলিশ মৃধুলের ব্যবহৃত প্রাইটকারটি জব্দ করেছে ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের ইসলপুরের যোগনীঘাট সড়কে তাকে কারসহ আটক করা হয়। এই সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার এবং দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে মাদক আইনে মামলা রুজুর পর রিমান্ড আবেদন করে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ থানার ওসি আলমগীর হোসাইন জানান, কারটি ব্যবহার করেই মৃদুল দেওয়ান মাদক পাচার করে আসছিল। সে এই এলাকার মাদকের চিহ্নিত ডিলার।
Leave a Reply