বিদেশ | তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 378 বার
আজ রবিবার কোনো এক সময় একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান। এটিকে চলমান কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করেছেন ইরানের এক মন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, এটি ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পের অংশ।
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি-জাহরমি বলেছেন, “আজ সিনান থেকে ‘জাফর’ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবো। কক্ষপথে এর গতিবেগ থাকবে ৪০০ কিলোমিটার।”
যুক্তরাষ্ট্রের দাবি, কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে ইরান ব্যালেস্টিক প্রযুক্তি ব্যবহার করতে পারে। এছাড়াও, পারমাণবিক ওয়ারহেড চালু করতে এই স্যাটেলাইটকে ব্যবহার করতে পারে তারা।
যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছে ইরান। তারা জানিয়েছে, স্যাটেলাইটটির কার্যক্রমের সঙ্গে ক্ষেপণাস্ত্রের কোনো যোগসূত্র নেই এবং ইরান কখনো পারমাণবিক অস্ত্রের উন্নয়নে এসব করেনি।
স্যাটেলাইটটি কক্ষপথে প্রবেশের পরে প্রথমেই জেনারেল কাশেম সোলাইমানির ছবি পাঠাবে বলে জানিয়েছেন ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী।
Leave a Reply