প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ভবন উদ্বোধন করেছেন। ইতালির রাজধানীর ভিয়া ডেল’এন্টারটাইড এলাকায় ২৩.৯ কাঠা জমির ওপর নির্মিত পাঁচ তলা ভবনটির ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও উন্নতি কামনা করে মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী চ্যান্সারি ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন।

শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোতের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার বিকালে ইতালির রাজধানী রোমে পৌঁছান। সূত্র : ইউএনবি`