ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। দুইপক্ষ থেকেই বিপুল পরিমাণ ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে আহত হয়ে অন্তত পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক এবং স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর বৈশাখী সাঈদের (মমিনুল হক সাঈদ ওরফে ক্যাসিনো সাইদের স্ত্রী) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শুনেছেন বলেও স্থানীয় কয়েকজন জানিয়েছেন।

বৈশাখী সাঈদের সমর্থকরা দাবি করেন, তাদের কর্মীদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা কোনো কারণ ছাড়াই হামলা চালায়। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটির জের ধরে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কিছু ইট-পাটকেল ছোঁড়াছুড়ি হয়। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশ।