মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ড. সারওয়ার আলীকে হত্যাচেষ্টায় পলাতক গাড়িচালক শেখ নাজমুল আলমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তার আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-শেখ রনি (২৫), মো. মনির হোসেন (২০) ও মো. ফয়সাল কবীর (২৬)।

বিষয়টি নিশ্চিত করে পিবিআইয়ের উত্তরের পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান, এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৫ জানুয়ারি রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের নির্বাহী সভাপতি ড. সারওয়ার আলীকে ধারাল অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে বাসার লোকজন ও প্রতিবেশীদের তৎপরতায় তিনি প্রাণে বেঁচে যান।