পর্তুগালের লিসবনে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল স্থানীয় সময় রাত ৯ঃ৩০ মিনিটের সময় বাংলা মার্কেট খ্যাত লিসবনের মার্টিম মনিজে বিবাদমান দুই বাংলাদেশী রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপের সংঘর্ষ হয়েছে।
পর্তুগাল বিএনপির সভাপতি অলিউৱ ৱহমান চৌধুরীর নেতৃত্বে ও পর্তুগাল আওয়ামীলীগের সিনিরয় সহ-সভাপতি ফরহাদ মিয়ার গ্ৰুপেৱ লোক জন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে চাপাতির আঘাতে ফৱহাদ গ্ৰুপেৱ ৪ জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে কয়েক রাউন্ড গুলির শব্দে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্তিত হয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে পর্তুগালে অবস্থানরত বাঙ্গালী কমিউনিটির মধ্যে আতংক বিরাজ করছে।
পৰ্তুগালেৱ টিভি চ্যানেলগুলো এ সংবাদ গুরুত্ব সহকারে প্ৰচাৱ কৱছে।
বিগত কয়েক মাস ধৱে এই দুই ব্যক্তিৱ কাৱনে কমিউনিটিৱ লোকজন আতংকিত অবস্থায় আছে।সংঘৰ্ষেৱ পর প্ৰসাশন থেকে পৰ্তুগালেৱ অধিবাসী বালাদেশীদেৱ বিষয়ে নেগেটিভ মনোভাব লক্ষ্য কৱা যাচ্ছে।