ইরানের রাজধানী তেহরানে বিধ্বস্ত ইউক্রেনের যাত্রীবাহী উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছে। এতে ক্রুসহ ১৮০ জন আরোহী ছিল। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আজ বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ওড়ার পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনস বোয়িং ৭৩৭ বিমানটির সব আরোহী নিহত হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, উড়োজাহাজটি ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছিল। এতে ক্রুসহ আরোহী ছিল ১৮০ জন।

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।

বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে ইরানের জরুরি সেবার প্রধান পির হোসেন কৌলিভান্দ জানান, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।