অপরাধ সংবাদ | তারিখঃ জানুয়ারি ৬, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 436 বার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অপসারণ করা হয়েছে। শৃঙ্খলা ও পেশাগত আচরণবিধি ভঙ্গ ও অসদাচরণের দায়ে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
রবিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০১১ সালের ৫ অক্টোবর প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান মোহাম্মদ আলী। গুরুতর অসদাচরণের অভিযোগ উঠায় ২০১৬ সালে তাকে মামলা পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। ওই বছরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ১১ নভেম্বর যুদ্ধাপরাধ মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের বিষয়টি প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর তুরিন আফরোজকে অপসারণ করে সরকার।
Leave a Reply