২০১৯ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২২৭ জন। আহত ৬ হাজার ৯৫৩ জন। এছাড়া ট্রেন দুর্ঘটনায় আরও ১৯৮ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের করা ‘২০১৯ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে’ এসব তথ্য উঠে এসেছে।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যানের বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে রেলপথে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৮ জন, আহত ৩৪৭ জন। নৌপথে দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬৪ জন এবং আহত ১৫৭ জন; নিখোঁজ ১১০ জন।

তবে আকাশপথে গত বছর কোনো দুর্ঘটনা ঘটেনি।

সংবাদ সম্মেলনে নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, অশিক্ষিত ও অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণে ত্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইনের যথাযথ প্রয়োগ না করা এসব দুর্ঘটনার মূল কারণ।

নিসচার প্রতিবেদনে বলা হয়, গেল বছর বেশির ভাগ সড়ক দুর্ঘটনা ঘটেছে বড় শহর ও মহাসড়কগুলোতে।

২০১২ সাল থেকে প্রতিবছর সড়ক দুর্ঘটনার প্রতিবেদন করে আসছে নিসচা। এবারের প্রতিবেদনটি ১১টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ, টিভি চ্যানেল ও অনলাইন গণমাধ্যমের তথ্য, নিসচার ১২০টি শাখা সংগঠনের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিসচার মহাসচিব সৈয়দ এহসান-উল হক, উপদেষ্টা ও বিআরটিএর সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমান, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ প্রমুখ।