অপরাধ সংবাদ | তারিখঃ জানুয়ারি ৩, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 499 বার
ধর্ষণের অভিযোগে রাজধানীর মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার তালতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে রাকিবের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। শুক্রবার রাকিবকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
রাকিবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ২০১৭ সালে পুলিশের এসআই পদে যোগদান করেন তিনি। ট্রেনিং শেষ করে মিরপুর থানায় কর্মজীবন শুরু করেন।
পুলিশ জানিয়েছে, তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ করছেন। তার বাসা শেরেবাংলা নগর থানার তালতলায়। প্রায় ছয় বছর ধরে তরুণীর সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন রাকিব। দীর্ঘদিন ধরে তরুণী বিয়ের জন্য চাপ দেন রাকিবকে। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করে আসছেন রাকিব। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়াও হয়েছে একাধিকবার। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাকিব তরুণীর বাসায় আসেন। শারীরিক সম্পর্ক হয় তাদের মধ্যে। এরপর তর্ক বাধে দু’জনের। একপর্যায়ে তরুণী ৯৯৯-এ ফোন করে রাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।
ওই নারীর অভিযোগের বরাত দিয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, মিরপুর থানার এসআই রাকিব হোসেন তালতলায় এক নারীকে বিয়ে করার কথা বলে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু দীর্ঘদিনেও ওই নারীকে বিয়ে করেননি। ওই নারীর অভিযোগ, এসআই রাকিব তালতলার একটি বাসায় ওই নারীকে আজও ধর্ষণ করেন। ওই নারী কৌশলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।
Leave a Reply