জাতীয় স্বদেশ | তারিখঃ জানুয়ারি ৩, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 485 বার
সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী (৪৯) সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ বিভাগের প্রধান ডা. কামরুল হুদার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে তার সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ফজিলাতুন্নেছা বাপ্পী এইচওয়ানএনওয়ান ভাইরাস অর্থাৎ সোয়াইন ফ্লু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পী সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে তার সামরিক সচিব বাপ্পীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে জাতীয় পার্টির আইনজীবী ফখরুল ইমাম তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অ্যাডভোকেট বাপ্পীর প্রথম ও পরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ফজিলাতুন্নেছা বাপ্পীর দাফন সম্পন্ন হয়।
Leave a Reply