জেলা সংবাদ | তারিখঃ ডিসেম্বর ২৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 668 বার
নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর গ্রামের খেঁজুরতলায় নিমিতব্য হোসাফ গ্রুপের বিদ্যুত উৎপাদন কেন্দ্রের গেইটে স্থানীয় জনগন তালা ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনার কিছুক্ষন পর পুলিশ এসে তালা খুলে দিয়াছে । অভিযোগ উঠেছে লাইন নির্মান কাজে ক্ষতিগ্রস্ত জমি মালিকদের জমির প্রকৃত ক্ষতিপূরন কোম্পানির লোকজন স্হানীয় কিছু লোকের সাথে যোগসাজসে আত্মসাৎ করে। এ নিয়ে ভূক্তভোগীরা হাইকোর্ট এ রীট পিটিশন দেয় এবং বিজ্ঞ আদালত উৎপাদন ও সঞ্চালন এক মাসের জন্য স্থগিতাদেশ দেয়। কিন্তু কোম্পানীর স্হানীয় কর্মকর্তারা আদালতের নির্দেশ অমান্য করে উৎপাদন ও সঞ্চালন অব্যাহত রাখে । অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা না মেনে শব্দদূষন রোধে সাউন্ড প্রোটেক্ট সিষ্টেম জেনারেটর রুম নির্মান না করে খোলা রুমে জেনারেটর স্হাপনের ফলে কেন্দ্রের প্রায় দুই কিলো মিটার আওতার মধ্যে জনগন প্রচন্ড গর্জনে ঘুমাতে পারছেন না। এসব অভিযোগের কারনে আশপাশের বাসিন্দারা বিদ্যুত কেন্দ্রের গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকে । বিদ্যুত উৎপাদন কোম্পানীর আহবানে স্হানীয় থানার পুলিশ এসে বিক্ষোভ কারীদের সরিয়ে তালা ভেংগে দেয়।
সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, পুলিশ কেন্দ্রের ভিতরে অবস্থান করছে এবং স্থানীয় ভুক্তভোগী জনতা বিক্ষোভ করছে
Leave a Reply