অপরাধ সংবাদ | তারিখঃ ডিসেম্বর ২৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 705 বার
ডাকসু ভবনে সংঘর্ষের সূত্রপাতের ভিডিওতে দেখা যাচ্ছে, ডাকসু ভি’পি নূরুল হক নুরুর অনুসারী মশিউর, মাহফুজ ও ইয়ামিন সহ বহিরাগত আরো বেশ কিছু যুবক ডাকসু কার্যা’লয়ের সামনে লাঠি, রড নিয়ে অবস্থান করছে। এসময় তাদেরকে উত্তেজিত হয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের সাহস থাকলে সামনে আসার জন্য চিৎ’কার করতে দেখা যায়।
পরবর্তীতে দু পক্ষের সংঘর্ষে বহিরাগত বেশ কিছু যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে দেখা যায়।
ভিপি নূরুল হক নুরুর অনুসারীদের দাবী আহতদের সবাই তাদের নেতা-কর্মী। হাসপাতাল সূত্রে আহতদের নাম পরিচয় জানা গেছে। আহতরা হলেন, জগন্নাথ বিশ্বাবিদ্যালয়ের ছাত্র ও কোটা আন্দোলনের যুগ্মআহ্বায়ক এপিএম সোহেল (২৭), ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ ফাইনালের ছাত্র মো. রাসেল সরকার (২৫), ঢাকা কলেজের ছাত্র সুমন (২২), কবি নজরুল কলেজের ফি’জিক্স বিভাগের মাস্টার্সের ছাত্র জাহিদুল ইসলাম (২৫), জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম (২৫) ও ঢাবির মশিউর রহমান (২৩), বাংলা কলেজের ইকোনিমিকস ৩য় বর্ষের ছাত্র ও কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রিয়াদহোসেন (২১), ঢাবির ইসলাম শিক্ষা বিভাগের ছাত্র ও আহ্বায়ক হাসান মাহমুদ (২৩)।
Leave a Reply