জাতীয় স্বদেশ | তারিখঃ জুন ৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 646 বার
কানাডার অন্টারিও প্রদেশে প্রাদেশিক নির্বাচনে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রাদেশিক এমপি নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ১৪ হাজার ১৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। এর মাধ্যমে কানাডার ইতিহাসে এই প্রথম একজন বাঙালি বাংলাদেশি প্রাদেশিক নির্বাচনে এমপি নির্বাচিত হলেন।
বৃহস্পতিবারের নির্বাচনে তিনি ১৯ হাজার ৭৫১ ভোট পেয়ে স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে বিজয়ী হন। খবর: টরেন্টো স্টার। এ জয়ের মধ্য দিয়ে মৌলভীবাজারের মেয়ে ডলি বেগম লিবারেল পার্টির দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটালেন।৪০টি সিট পেয়ে ডলির দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আছে দ্বিতীয় অবস্থানে। সাতটি সিট পেয়ে ক্ষমতাসীন লিবারেল পার্টি ব্যাপক ভরাডুবির পথে রয়েছে । কনজারভেটিভ পার্টি ৭৪ সিট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে ।
ডলি বেগমের বাবার বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলায়। মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে শিশুকালেই কানাডায় আসেন তিনি। টরন্টো ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ও প্ল্যান্টে মাস্টার্স করেছেন ডলি। স্কারবোর হেলথ কোলিশনের কো-চেয়ার এবং ওয়ার্ডেন উডসস কমিউনিটি সেন্টারের ভাইস-চেয়ার হিসেবে কাজ করেছেন। ডোই প্রদেশের ওয়াইড হাইড্রো পাবলিক প্রচারাভিযানের প্রধান সমন্বয়কারী ছিলেন, যারা সফলভাবে টরন্টো হাইড্রো এবং ওয়াসগা বিতরণের ব্যক্তিগতকরণ বন্ধ করে দিয়েছিলেন।
উল্লেখ্য, এর আগে কানাডায় ভারতীয়, পাকিস্তানি, আফগানি নারী এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু, বাংলাদেশি কেউ কখনো হননি। এবারই প্রথম একজন বাংলাদেশি হিসেবে কানাডার সংসদে নিজের নাম লেখালেন ডলি বেগম।
Leave a Reply