রাজাকারের ত্রুটিপূর্ন তালিকা বাতিল, তালিকা প্রণয়নে যুক্ত কর্মকর্তাদের বিচার এবং মুক্তিযুদ্ধ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে অবিলম্বে রাজাকারের বস্তুনিষ্ঠ তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

নেতারা বলেছেন, রাজাকারের তালিকা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যে ঘৃণিত কাজ করেছে, তা ক্ষমার অযোগ্য। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন।

সমাবেশে দাবি করা হয় সরকারি প্রশাসনের মধ্যে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ঘাপটি মেরে রয়েছে। তাদের খুঁজে বের করে প্রশাসন থেকে বিতাড়িত করতে হবে। অবিলম্বে রাজাকার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করে প্রকাশ করতে হবে।

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান কলিন্স, কিশোর রায়, জাহাঙ্গীর আলম ফজলু, কাজী আবদুল মোতালেব জুয়েল প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।