রাজধানীর শান্তিনগরে সিপিবির মিছিলে ছাত্রলীগের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল ২৮ নভেম্বর, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়, সিপিবি শান্তিনগর শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সহ-সম্পাদক হোসেন আলী, বিল্লাল হোসেন রয়েছেন।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা খাইরুল আহসান খান।

তিনি বলেন, ‘জামালপুরে কমিউনিস্ট পার্টির দুঃশাসন বিরোধী পদযাত্রায় সিপিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মঞ্জুরুল আহসান খানের উপর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।’

ওই ঘটনার প্রতিবাদে শান্তিনগরে সিপিবির মিছিলটি বের হলে কিছুক্ষণের মধ্যেই ছাত্রলীগ নেতা সামীরের নেতৃত্বে হামলা হামলা হয় বলে জানান খাইরুল আহসান খান।

তিনি বলেন, ‘মানুষের সভা-সমাবেশের অধিকার হরণ করে, হামলা-মামলা করে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তারই যৌক্তিকতা প্রমাণ করেছে হামলাকারীরা।’

এ ব্যাপারে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিককে ফোন করা হলেও কল রিসিভ করেননি তিনি। যে কারণে তার বক্তব্য নেয়া যায়নি।