জাতীয় স্বদেশ | তারিখঃ নভেম্বর ১৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 1018 বার
দেশের বাজারে পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দল উভয় পক্ষের সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিরোধী দলের এক সংসদ সদস্য দৃষ্টান্ত স্থাপনের জন্য মাদক ব্যবসায়ীদের মতো পেঁয়াজের দাম নিয়ে কারসাজি করা ব্যক্তিদের বন্দুকযুদ্ধে দেয়ার দাবি জানিয়েছেন।
সরকারের অর্জনগুলো ম্লান করে দিতে পেঁয়াজের দামকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কি না তা তদন্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে আহ্বান জানান জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, ফেনসিডিল ব্যবসায়ীদের ধরা পড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা যেতে দেখা যায়। ‘পেঁয়াজের মূল্যবৃদ্ধি যারা করছে তাদের কয়েকজন মরে যাক। তাহলে উদাহরণ হয়ে থাকবে।’
বাজারে প্রচুর পেঁয়াজ রয়েছে বলে বিশ্বাস করা চুন্নু দাম বাড়ার কারণ অনুসন্ধানে জরুরিভাবে অভিযান চালানোর আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু ওই দেশে পেঁয়াজ মাত্র ৮ টাকা (রুপি) কেজিতে বিক্রি হওয়ায় কৃষকরা কাঁদছেন বলে উল্লেখ করেন তিনি।
চুন্নু ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত পদক্ষেপ কামনা করেন।
তিনি বলেন, পরশু দিন পেঁয়াজের দাম ছিল ৮০ টাকা কেজি, গতকাল হলো ১৫০ আর আজ তা বেড়ে হয়েছে ২০০ টাকা।
আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম প্রথমে বিষয়টি সংসদে উত্থাপন করেন এবং পরে তা নিয়ে তোফায়েল আহমেদ, চুন্নু ও আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য আ স ম ফিরোজ কথা বলেন।
Leave a Reply