জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে তার বাসভবনে অবরুদ্ধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের উন্নয়নমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপটে সন্ধ্যায় তার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সোমবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া অবরোধে উপস্থিত রয়েছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

সেখানে উপস্থিত জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহতির মোহাম্মদ বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে অন্তত ২৫ জন শিক্ষকও যোগ দিয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন।