অপরাধ সংবাদ | তারিখঃ অক্টোবর ৩১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 687 বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে হলের পিছন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি রামদা, ২টি বড় ছুরি ও বেশ কিছু লোহার পাইপ।
হল প্রশাসন জানায়, রাতে আকস্মিক হলে তল্লাশি চালায় হল প্রশাসন। ওই সময়ে অপ্রীতিকর কিছু পাননি তারা। পরবর্তীতে সকালে হলের কর্মচারীরা পেছনের অংশ পরিচ্ছন্ন করতে গেলে সেখানে এসব সরঞ্জাম পায় তারা। পরে প্রাধ্যক্ষ এসব সরঞ্জাম জব্দ করেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজমুল হক ভূইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে অবস্থান করা বহিরাগতদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা অভিযান চালাচ্ছি। হলে এ ধরনের অভিযান অব্যাহত রাখবো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে হল থেকে বহিরাগত ও অছাত্রদের উচ্ছেদের। সেজন্য সবার সহযোগীটা করা উচিত।
Leave a Reply