সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রতনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে থাকা দুর্নীতি দমন কমিশন (দুদক) এই ব্যবস্থা নিয়েছে।

বৃহস্পতিবার পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর দুদকের এ সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান সৈয়দ ইকবাল হোসেনের সই করা চিঠি পাঠানো হয়েছে। এই সাংসদ যাতে দেশত্যাগ করতে না পারেন সেই বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এর আগে বুধবার ক্ষমতাসীন দলটির দুই সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও নুরুন্নবী চৌধুরী শাওনসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুদক।

এমপি রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার চিঠিতে বলা হয়, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ মানিলন্ডারিং ও বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।