অপরাধ সংবাদ | তারিখঃ অক্টোবর ২৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 449 বার
সাভারে একটি বহুতল ভবনের ছাদ বাগানে লাগানো গাছগুলো কেটে ফেলায় খালেদা আক্তার লাকি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে সাভার পৌর এলাকার ডগরমোড়া এভিনিউ নক্ষত্র বাড়ি থেকে ওই নারীকে আটক করা হয়।
এর আগে বুধবার গাছ কাটার একটি লাইভ ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি পোস্ট করেন সুমাইয়া হাবিব নামের এক নারী। তিনি ভিডিওতে গাছগুলো বাঁচানোর জন্য আকুতি-মিনতি করেন।
আটক ওই নারী আইনজীবী সেলিম আল দীনের স্ত্রী। তারা ভবনটির ৬ তলার একটি ফ্ল্যাটে থাকেন।
বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহফুজ। এ সময় ভয়ভীতি প্রদর্শন ও বৃক্ষ নিধন আইনে অভিযুক্ত খালেদা আক্তার লাকী নামে ওই নারীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে গাছ কাটা ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিষয়টি নিয়ে মামলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদ বাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন। এ সময় বাগানটির মালিক তার কাছে গাছ না কাটার জন্য অনুনয়-বিনয় করছেন। চোখের সামনেই তিলে তিলে গড়া শখের বাগানটি টুকরো টুকরো হতে দেখছেন তিনি। কিন্তু তার আকুতি, মিনতির চুল পরিমাণ অনুভূতিও ওই নারীকে স্পর্শ করছে না। লাগাতার গাছ কেটেই যাচ্ছেন। এ সময় তার ছেলেকে একদল সহযোগী নিয়ে ছাদে দেখা যায়।
ভিডিও পোস্টের সঙ্গে ভুক্তভোগী সুমাইয়া লিখেছেন, ‘কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই মহিলার গাছ পছন্দ না। তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের? কি অপরাধ ছিল? কেউ বলতে পারবেন?’ ভিডিওতে আকুতি মিনতি করা সুমাইয়া হাবিব নামে ওই তরুণী বারবারই বলছিলেন গাছগুলো যেন না কাটা হয়।
Leave a Reply