রাজনীতি | তারিখঃ অক্টোবর ২০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 556 বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের একটি ‘বায়ো’র স্ট্যাটাস নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এসময় সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গেলে তাদের ওপর ওই হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলন শেষ হতেই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আমিনুল হক বুলবুল ছাত্রদল নেতৃবৃন্দের দিকে মারতে তেড়ে যায়। একপর্যায়ে তাদেরকে মারধর শুরু করলে মঞ্চের অন্য নেতারাও এতে যোগ হয়। এতে ছাত্রদলের কয়েকজন নেতা গুরুতর আহত হয়।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মঞ্চ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রদলকে। এসময় ছাত্রদল মধুর ক্যান্টিনের মেঝেতে অবস্থান করে।
হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদলকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও তারা এ ধরনের ঘটনা কেন ঘটাচ্ছে তার কারণ দর্শাতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে তলব করেছি।
এর দায়ভার ছাত্রদলকে নিতে হবে জানিয়ে তিনি বলেন, আদালত তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এরপরও তারা এ ধরনের আচরণ করছে।
Leave a Reply