সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের ভাষণের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্টের নতুন অধিবেশন শুরু হল। রানির ভাষণের প্রথম আলোচ্য বিষয় ছিল ব্রেক্সিট ইস্যু।

সিএনএন জানায়, রাণীর ভাষণে উঠে আসে আসে বরিস জনসন সরকারের গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো।

ভাষণের শুরুতেই রানী বলেন, ‘৩১ অক্টোবর কীভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের নিরাপদ প্রস্থান হবে সেটাই আমার সরকারের অগ্রাধিকার।’

তিনি বলেন, ‘মুক্ত বাণিজ্য এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ভিত্তিতে ইইউ এর সঙ্গে নতুন অংশিধারিত্ব গড়ে তুলতে কাজ করতে চায় আমার সরকার।

এদিন স্বাস্থ্য, পরিবেশ, অপরাধ নিয়ন্ত্রণ নিয়েও সরকারের নীতিমালা ঘোষণা করেন তিনি। তবে বিরোধী দল এটিকে ‘নির্বাচনী ইশতেহার’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে সরকারের এই নীতিমালাকে ‘উচ্ছাকাঙ্খী’ বলেও আখ্যায়িত করেছে তারা।

আগামী কয়েকদিন রানির ঘোষিত সরকারের এই নীতিমালা নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হতে হবে পার্লামেন্টে।