অর্থনীতি | তারিখঃ মে ৩১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 663 বার
অর্ধযুগ আগে বাজারমূল্যের দিক থেকে প্রথমবার মাইক্রোসফটকে পেছনে ফেলেছিল গুগল। সে সময় বলা হয়েছিল, বাজারমূল্যের দিক থেকে দুই প্রতিষ্ঠান বিপরীত দিকে এগোচ্ছে। তবে গত ১২ মাসে মাইক্রোসফটের বাজারমূল্য ৪০ শতাংশ বেড়েছে, যা অ্যালফাবেটের বাজারমূল্যের প্রবৃদ্ধির চেয়ে পাঁচগুণ বেশি। এর সুবাদে বাজারমূল্যের দিক থেকে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে পেছনে ফেলেছে মাইক্রোসফট। খবর সিএনবিসি।
গত মঙ্গলবার দিন শেষে মাইক্রোসফটের বাজারমূল্য ৭৪ হাজার ৯০০ কোটি ডলারে পৌঁছেছে। একই দিন শেষে অ্যালফাবেটের বাজারমূল্য পৌঁছেছে ৭৩ হাজার ৯০০ কোটি ডলারে। বাজারমূল্যে এখন অ্যাপল এবং অ্যামাজনের পরই রয়েছে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট।
মাইক্রোসফটের এ অগ্রগতির কৃতিত্ব দেয়া হচ্ছে— প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলাকে। ব্যবসা কৌশলের অংশ হিসেবে এখন ক্লাউড কম্পিউটিং এবং অফিস সফটওয়্যারের দিকে জোর দিচ্ছেন তিনি।
Leave a Reply