লক্ষীপুরে গৃহবধূ ও ছাত্রলীগ নেতাকে জিম্মি করে পরিকল্পিতভাবে বিবস্ত্র ছবি ধারণের পর ফেসবুকে প্রচারের অভিযোগে বুধবার (৩০ মে) দুপুরে লক্ষীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে ।এতে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশ আলাউদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করা হয়।
আজ বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রাম-পুলিশ আলাউদ্দিন দীর্ঘদিন থেকে ওই গৃহবধূকে উত্যক্ত করে আসছে। বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাবও দেয়। তার স্বামী বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২৬ মে রাত ৮টার দিকে কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব গৃহবধূর স্বামীর সঙ্গে যোগাযোগ করে জরুরি কাজে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে তার বাড়িতে যান। এসময় আলাউদ্দিন সহযোগীদের নিয়ে হঠাৎ গৃহবধূর বসতঘরে ঢুকে পড়ে। জোরপূর্বক তারা রাকিব ও গৃহবধূর জামা-কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে। একপর্যায়ে তারা দুজনকে পাশাপাশি বসিয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে তারা সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান বিপ্লব, গৃহবধূ ও তার স্বামী।