অপরাধ সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 708 বার
হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলের সিট কেটে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মোটরসাইকেলের সিট কেটে তার ভেতর ফেনসিডিল রেখে পাচারের সময় বিজিবির হাতে আটক হয় ২ পাচারকারী। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে ৫৫ বিজিবির নায়েক শহিদুল ইসলামসহ একদল বিজিবি সদস্য ধর্মঘর-মোহনপুর সড়ক অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে অভিনব পন্থায় রাখা ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে জামাল মিয়া (৪০) ও একই গ্রামের মৃত কাজী ফাইজুর রহমানের ছেলে কাজী শরিফুল ইসলাম (২৬) কে আটক করা হয়।
Leave a Reply