অপরাধ সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 373 বার
ঝালকাঠিতে নাশকতার প্রস্তুতি নিয়ে গোপন বৈঠককালে জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক ও পৌর জামায়াতের আমির আব্দুল হাই সিকদারসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের শীতলাখোলা এলাকার জামায়াত নেতা আবদুল কুদ্দুসের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নাশকতার প্রস্তুতি ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র নিয়ে শুক্রবার সকাল ৬টার দিকে ওই বাসায় বৈঠক শুরু করে জামায়াত নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ভেতরে গিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক ও পৌর জামায়াতের আমির আবদুল হাই সিকদারসহ ১৬ নেতাকর্মীকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে সভা পরিচালনার কয়েকটি বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মহিউদ্দিন খোকনকেও আটক করে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান জানান, জামায়াত নেতারা বিভিন্ন সময় ওই বাসায় বৈঠক করে আসছিল। তারা নাশকতার প্রস্তুতি ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করার সময় পুলিশ তাদের আটক করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ১৭ জন ছাড়াও অজ্ঞাত আরো ১৫/২০জনকে মামলায় আসামী করা হয়।
Leave a Reply