অপরাধ সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 403 বার
মালিবাগ ফ্লাইওভারে পাঠাও চালক হত্যার ঘটনায় একজন গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি। গ্রেফতারকৃতের নাম নুরুজ্জামান অপু।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২৫ আগস্ট দিবাগত রাতে অপুই মিলনকে হত্যা করে তার মোটর সাইকেল ছিনতাই করেন।
রোববার রাতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে অপুকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে।
পুলিশ জানিয়েছে, অপু হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন, ওইদিন গুলিস্তান যাওয়ার জন্য ৫০ টাকা ভাড়ায় তিনি মালিবাগ আবুল হোটেল থেকে মিলনের মোটরসাইকেলে ওঠেন। ফ্লাইওভারে ওঠার পর পদ্মা ডায়াগনস্টিকের সামনে এসে সিগারেট জ্বালানোর কথা বলে মিলনকে বাইকের গতি কমাতে বলেন তিনি। মিলন গতি কমালে কাছে থাকা অ্যান্টি কাটার দিয়ে মিলনের গলায় টান দেন অপু।
অপু মাদকাসক্ত ও পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী বলেও জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে তার বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
দুই সন্তানের জনক মিলন পরিবারের সঙ্গে মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকতেন। ঋণের বোঝা কমাতে ‘পাঠাও’ চালাতেন তিনি।
জানা গেছে, স্ত্রী শিল্পী বেগম এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মিরপুর-১ এর গুদারাঘাট এলাকায় থাকতেন মিলন। তার গ্রামের বাড়ি ভোলা। বাবার নাম আবুল কালাম।
Leave a Reply