অপরাধ সংবাদ, জাতীয় স্বদেশ | তারিখঃ মে ২০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 683 বার
নড়াইল জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া এলাকায় মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল কালাম আজাদের নামফলক ভেঙ্গে ফেলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১৯শে মে) বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আকরাম মোল্যা, কলাবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সবুর ফকির, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার হেকমত আলী, কলাবাড়িয়া গ্রামের দুলিনা বেগম দুলি, বিউটি সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১৭শে মে) গভীর রাতে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া কবরস্থান মোড়ে মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল কালাম আজাদের নামে নির্মিত গেটের নামফলক ভেঙ্গে ফেলে প্রতিপক্ষরা। মানববন্ধনে বক্তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এদিকে নড়াগাতি থানার ওসি বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় জসিম শেখ নামে একজনকে আটক করা হয়েছে।
Leave a Reply