অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জুডিশিয়াল পেশকার নাজমুন নাহারসহ তিনজনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

সোমবার জামিন স্থগিতে দুদকের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো.নূরুজ্জামান এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্ট বিভাগ এ তিনজনকে চার সপ্তাহের জামিন দিয়েছিলেন। এ জামিন স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে। সোমবার আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করে দেন। ফলে দুদক চাইলে এখন তাদেরকে গ্রেফতার করতে পারবে বলে জানান আইনজীবী খুরশিদ আলম খান।

নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জুডিশিয়াল পেশকার নাজমুন নাহার ছাড়া অন্য দুজন হলেন বিজন ভৌমিক ও আফরোজা আক্তার।

আইনজীবীরা জানান, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশনের নোয়াখালীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ (দুদক) নোয়াখালী জেলা জজ আদালতের নাজির আলমগীর হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। এরমধ্যে নাজমুন নাহার তার স্ত্রী এবং আফরোজা আক্তার তার বোন।