ভারতীয় মুদ্রা রুপির সঙ্গে বাংলাদেশি মুদ্রা টাকার পার্থক্য এখন মাত্র ১৪ পয়সা। সোমবার ঢাকায় ১০০ টাকা দিয়েপাওয়া গেছে ৮৬ রুপি।

৭১ এ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় টাকা এবং রুপির দর প্রায় সমান ছিলো। এরপর বাংলাদেশি টাকার দাম ক্রমে পড়তে থাকে। এ বছরের আগস্ট থেকে ভারতীয় মুদ্রার অবনতি শুরু হয়।

সোমবার দিনের শুরুতেই ডলার প্রতি ভারতীয় রুপির দাম ৪২ পয়সা কমে দাঁড়ায় ৭২.০৮। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নমুখী অবস্থা বজায় থাকে। কিছুক্ষণ পর রুপির দামের আরও পতন হয়। ৫৯ পয়সা কমে গিয়ে এক সময় ১ ডলারের দাম হয় ৭২.২৫ রুপি।

ভারতের তুলনায় বাংলাদেশের টাকার মূল্য বেড়ে যাওয়ায় সুবিধা দেখছেন ব্যবসায়ীরা।সংবাদ প্রতিদিন