বিদেশ | তারিখঃ আগস্ট ২১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 557 বার
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রেসিডেন্ট বাসভবনে পৌঁছানোর পর বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৯ আগস্ট) দুই নেতার বৈঠকে গণতন্ত্রের প্রতি সম্মান জানাতে মস্কোর প্রতি আহবান জানান ম্যাক্রোঁ।
সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে ২ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটকের নিন্দা জানিয়ে এ আহবান জানান তিনি। একইসঙ্গে ইউক্রেনের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরুর পাশাপাশি, একই ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনের আহবান জানান। এদিকে আন্দোলন প্রসঙ্গে নিজ দেশের নিরাপত্তা বাহিনীর পক্ষে সাফাই দিয়ে সম্প্রতি ফ্রান্সে হয়ে যাওয়া ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন দমনে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
ভ্লাদিমির পুতিন বলেন, যেকোনো দেশের নাগরিকের অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার। তবে আইন লঙ্ঘনের অধিকার সরকার কিংবা সাধারণ নাগরিক কারো নেই। দাবি আদায়ের নামে সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ আইনের লঙ্ঘন। ইয়েলো ভেস্ট আন্দোলন আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। ওই বিক্ষোভে ১১ জন নিহত হন। ২ হাজার পুলিশসহ আহত হন আড়াই হাজার। রাশিয়ায় আমরা কখনোই এমনটা হতে দেব না। দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।
Leave a Reply