হার দিয়ে লা লিগার মৌসুম শুরু হল বার্সেলোনার। লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে শুক্রবার রাতে বিলবাওয়ের মাঠে আথলেতিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিন চোটের কারণে খেলতে পারেননি বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। বিগত ১০ বছরে এবারই প্রথম লিগের উদ্বোধনী ম্যাচে খেলতে পারলেন না মেসি।

বার্সেলোনার সেরা তারকাকে ছাড়া তেমন ছন্দে দেখা গেল না বার্সেলোনাকে। খেলার প্রথমার্ধে সুযোগ পেয়েও দুইবার গোলবঞ্চিত হয় বার্সেলোনা। প্রথমার্ধের ৩৩ মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলে ডি-বক্সের ভেতরে বল পেয়ে যান লুইস সুয়ারেস। কিন্তু সুয়ারেসের নেওয়া শট লাগে পোস্টে।

এরপর ৪৪তম মিনিটে রাফিনিয়ার নেয়া উঁচু কোনাকুনি শট ডি-বক্সের বাইরে থেকে ক্রসবারে লেগে ফিরে। প্রথমার্ধে দুই দলকেই গোলশূন্য থাকতে হয়।

খেলার দ্বিতীয়ার্ধে বার্সেলোনা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে আক্রমণ বাড়ালেও গোলের আর দেখা মেলেনি।

স্প্যানিশ ফরোয়ার্ড আরিস আদুরিস ৮৯তম মিনিটে দর্শনীয় এক বাই-সাইকেল কিকে ম্যাচের একমাত্র গোলটি করেন।